
খোকসা প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার চাঁদট গড়াই নদীর ঘাটে গোসলে নেমে নিখোঁজ হয় বাবুল হোসেন (২০) বছরের মৃগী রুগী। মৃত বাবুল হোসেন উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের চাঁদট গ্রামের মো: ইকবাল হোসেনের ছেলে।
স্থানে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার দুপুর দুইটার সময় গড়াই নদীর চাঁদট ঘাটে গোসল করতে নামে মৃগী রুগী বাবুল হোসেন (২০)।
গোসলে নেমে নিখুজ বাবুল হোসেন কে স্থানীয় এলাকাবাসী ও খোকসার ফায়ার সার্ভিসের লোকরা মঙ্গলবার রাত আটটা পর্যন্ত খোঁজাখুঁজির পর উদ্ধার করতে পারেনি।
পরে খুলনা থেকে আগত সাইদুল ইসলাম এর নেতৃত্বে পাঁচ সদস্যের ডুবড়ি দল পরদিন বুধবার সকাল থেকে অভিযান পরিচালনা করেন গড়াই নদীতে। সকাল দশটার সময় নিখোঁজের ২০ ঘন্টা পর উদ্ধার হয় নিখোঁজ হওয়া বাবুল হোসেনের মৃত্যু লাশ।
খোকসা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার আলতাব হোসেন জানান, গড়াই নদীতে উদ্ধার হওয়া বাবুল হোসেনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত