কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে গণ অধিকার ফোরামের উদ্যোগে কুমারখালী খোকসার তৃণমূল সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৪ টার সময় কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে কুষ্টিয়া জেলা গণধিকার পরিষদ শাখার প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব অধিকার পরিষদে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলার গণধিকার পরিষদের জেলা সেক্রেটারি মো: খালেকুজ্জামান।
অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, ভেড়ামারা নেতা সবুজ মন্ডল, কুষ্টিয়া জেলার ছাত্র অধিকার পরিষদের নেতা রাকিবুল ইসলাম।
উক্ত তৃণমূল গণসংযোগ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের নেতা মিলন খান, স্বপন হোসেন, জিয়াউর রহমান, তরিকুল ইসলাম সহ অনেকে।
ঘন্টা ব্যাপী গণঅধিকার পরিষদের তৃণমূল গণসংযোগ অনুষ্ঠানে বক্তারা বলেন, এক সাগর রক্তের বিনিময়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আমাদের নেতা সাবেক ভিপি নুরুল ইসলামের নেতৃত্বে আমরা দেশের প্রতিটা প্রান্তে নেতাকর্মীদের সুসংগঠিত করতে আজকের এই তৃণমূল গণসংযোগ।
আসুন স্বাধীন বাংলাদেশের নিজেদের মত প্রকাশে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামী উন্নত বিশ্বের দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে ট্রাক মার্কা প্রতীকে ভোট দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই।
অনুষ্ঠানে কুমারখালী ও খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় দেড়শতাধিক নেতাকর্মীরা উক্ত তৃণমূল গণসংযোগ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
খোকসায় গণ অধিকার পরিষদের তৃণমূল সংযোগ অনুষ্ঠিত
Leave a comment