কুষ্টিয়া প্রতিনিধি : খোকসা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে একটি লাল গরুর পাখনা বাছুর সহ গরু চোর আকরামুজ্জামান ওরফে সবুজ (৪০) কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত গরু চোর সবুজ রাজবাড়ী জেলার পাংশা থানার কসবা মাজাইল গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে।
বুধবার গভীর রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে গরু সহ চোরকে গ্রেপ্তার করেন থানা পুলিশ।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূর জায়েদ এ ব্যাপারে বলেন, খোকসা থানা একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে আসামি সবুজকে কুষ্টিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত