
খোকসা প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার খোকসা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হলো।
শনিবার সকালে খোকসা উপজেলা সবুজ চত্বরে জেলার সমবায়দের অংশগ্রহণে বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমাদুল হাসান।
সহকারি সমাজসেবা অফিসার মো: আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সমাজসেবার রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠকরা অংশগ্রহণ করেন।

