
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কে কেন্দ্র করে নৌকা সমর্থন ও স্বতন্ত্র সমর্থন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অর্থশাস্ত্রে মারামারি হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উক্ত মারামারিতে স্বতন্ত্র সমর্থন গ্রুপের ১। মোঃ রবিউল ইসলাম (৫০) পিতাঃ মৃত কাজেম আলী ২। মোঃ জিকু হোসেন (৩২) পিতাঃ মৃত জামাল হোসেন ৩। বিল্লাল হোসেন (৪০) পিতাঃ জালাল হোসেন ৪। মোঃ সালাম হোসেন (৪০) পিতাঃ মসলেম উভয় সাং ধোকড়া কোল ৫। মোঃ চুন্নু প্রামানিক (৩৫) পিতা মৃতঃ কোরবান আলী সাং আমবাড়ীয়া সর্ব থানা খোকসা জেলা কুষ্টিয়া।
নৌকা সমর্থন গ্রুপের ১। মোঃ আমিরুল ইসলাম (৩৫) পিতা মোঃ মজিবার রহমান ২। মোঃ হাসান আলী (২২) পিতাঃ আব্দুল বারেক শেখ উভয় সাং ধোকড়াকোল থানা খোকসা জেলা কুষ্টিয়া আহত হয়ে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি হয়েছেন। এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি জানার পর খোকসা থানা অফিসার ইনচার্জ আননূর যায়েদ ঘটনা স্থল পরিদর্শনে রয়েছেন। অতিরিক্ত পুলিশ মোতাবে রয়েছে এলাকায় এখন শান্ত অবস্থায় বিরাজ করছে তবে রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।