
কুষ্টিয়া প্রতিনিধি: হিন্দু সম্পত্তি দখল করে দীর্ঘদিন চাষাবাদ করা, পরবর্তীতে জাল দলিল করে জমির মালিকানার দাবি করা এবং কোর্টের মাধ্যমে ফিরে পাওয়া সেই জমি দখলে নিতে হিন্দু পরিবারের তিন সদস্যকে পিটানো দখলদার জয়নাল, জাকির ও মাসুদ। আহতরা হলেন, সমরেশ মজুমদার (৪০) বলয় মজুমদার (৩৮) ও অসীম মজুমদার (২৮) এদের পিতার নাম কিশোরী বিশ্বাস। অপরপক্ষে দুজন আহত হয়েছেন এরা হলেন জাকির হোসেন ও মাসুদ হোসেন। তিনারা কুষ্টিয়ায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানাগেছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার হেলালপুর গ্রামে।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় এলাকাবাসী হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে দীর্ঘ ৩০ বছর আগে কিশোরী মজুমদারের জমি বর্গা সূত্রে জাকির ও জয়নাল চাষাবাদ করে আসছে। বেশ কিছুদিন ফসলাদি ঠিকমতো দিলেও হঠাৎ করে উক্ত জমির জাল দলিল করে নিজেদের নামে লিখে দেয় অভিযুক্ত তিন ব্যক্তি। ঘটনাটি জানাজানি হলে কিশোরী মজুমদার কুষ্টিয়া কোর্টে মামলা করেন। সেই মামলায় রায়ের জমি ফিরে পায় কিশোরী মজুমদার। এ বিষয়ে একাধিকবার থানায় বসা বসি ও সালিশ মধ্যস্থতা হলেও কোন অবস্থাতেই জমি দখলদার জয়নাল, জাকির ও মাসুদ জমি ফেরত দিতে রাজি নয়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ৪/৯/২০২৩ তারিখে জমি দখল নিতে হেলালপুর মওজার আরএস ১৬, ৩৭৮ খতিয়ানে দাগ নং- ৬৫,৬৮,৭০,৭৭ কিশোরী বিশ্বাসের নামে খারিজ করে দেয় উপজেলা ভূমি অফিস। এবং অদ্যাবধি জমির খাজনা ও পরিশোধ করে দেয়া আসেন।
এ ব্যাপারে গত ৭/৯/২০২৩ তারিখে খোকসা থানায় অভিযুক্ত জাকির, জয়নাল মাসুদের কে আসামি করে একটি জিডি করা হয় মনোযোগ মজুমদার বাদী হয়। যার জিডি নং ২৫৯ তারিখ ৭/৯/২০২৩ ইং।
উক্ত ঘটনায় পর জমির মালিক হিসাবে সমরেশ মজুমদার, বলাই মজুমদার ও অসীম মজুমদার নিজেদের জমিতে চাষাবাদ করতে গেলে, মঙ্গলবার বেলা সাড়ে বারোটার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা জয়নাল, জাকির মাসুদ ও অন্যান্য আরো ৮/১০ জন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করে গুরুতর আহত করে তিন ভাই কে।
পরে স্থানীয় এলকাবাসী উদ্ধার করে আহত তিন ভাইকে হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে অসীমের অবস্থা আশঙ্কাজনক বলে ডাক্তার জানান।
এ ব্যাপারে মুঠোফোনে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মস্তফা হাবিবুল্লাহ বিষয়টি জানেন বলে জানান, তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছেন ঘটনাস্থলে। মামলা করলে মামলা নেওয়া হবে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।