খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামে ৪২ বছরের এক নারীকে শ্লীলতাহানির চেষ্টায় জহুরুল ইসলাম (৩৫) নামে একজনকে এলাকাবাসী হাতেনাতে ধরে মারপিট করে হাসপাতালে ভর্তি করেছে ।
জহুরুল ইসলাম শিমুলিয়া ইউনিয়নের সিংহরিয়া গ্রামের মোঃ আমোদ শেখের ছেলে।
ঘটনার বিবরণ এ জানা যায়, গত শুক্রবার ওই নারী জামাইবাড়ি থেকে ফেরার পথে নিজের বাড়ির সামনে পৌঁছালে মো: জহুরুল ইসলাম তার পথ রোধ করে কু-প্রস্তাব দেয়। ওই নারী প্রস্তাব প্রত্যাখ্যান করলে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় বলে অভিযোগ করা হয়।
“ভুক্তভোগী নারী” চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্তকে ধরে ফেলে। উত্তেজিত গ্রামবাসীরা তাকে মারধর করে গুরুতর আহত অবস্থায় ফেলে রাখে।
আহত জহুরুল ইসলামের লোকেরা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় খোকসা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি জহুরুল কে হাসপাতাল থেকেই গ্রেফতার করা হয়েছে।
গতকাল বিকেলে খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, অভিযুক্ত আসামি জহুরুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এলাকাবাসী জানান ,এমন ঘটনার কঠোর শাস্তির দাবি করছেন তারা। ভুক্ত ভোগী নারীর পরিবার ন্যায়বিচার চেয়েছেন এবং বর্তমানে আতঙ্কগ্রস্থ রয়েছেন বলে জানা যায় ।