কুষ্টিয়া প্রতিনধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার ন্যায্য দামে স্যারের দাবিতে উপজেলার দুই শতাধিক কৃষকরা মাইকিং করে বিক্ষোভ সমাবেশ ও ইউএনও অফিস ঘেরাও করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১১ টার সময়।
বিক্ষোভকারী কৃষকদের মধ্য থেকে জানা গেছে, চলতি ডিসেম্বর মাসে কৃষকরা রবি শস্য ও পেঁয়াজ, রসুন,গম রোপনে প্রয়োজনীয় রাসায়নিক সার ক্রয়ের জন্য উপজেলার নির্ধারিত ২১ টি ডিলার পয়েন্ট এ রাসায়নিক সারপড়ায় করতে গেলে সরকার নির্ধারিত মূল্য থেকে অধিক মূল্য তারা দাবি করে।
ভেরি প্রেক্ষিতে স্থানীয় কৃষকরা বিভিন্ন জায়গা থেকে উপজেলা নির্বাহী অফিসার কে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টির অবহিত করেন।
কৃষকরা জানান উদ্ধতনা কর্তৃপক্ষকে মোবাইলে জানালেও কোন প্রতিকার না পেয়ে মঙ্গলবার সকাল ১১ টার সময় বিক্ষোভ সহকারে আমরা উপজেলা অফিস ঘোরাও করে।
বেলা সারে ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন অফিস থেকে নেমে স্থানীয় কৃষকদের সাথে আলোচনায় বসেন। পরে উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিক মন্ডল ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে ১০ জন কৃষক প্রতিনিধির সাথে প্রায় দেড় ঘন্টা বিভিন্ন আলাপ আলোচনার পর সরকারের বেধে দেওয়া নির্ধারিত রেটে ডিলার পয়েন্ট থেকে সার বিক্রয় করা হবে বলে আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি আরো বলেন, আগামী সাত দিনের মধ্যেই উপজেলার কোন কৃষকের সারের স্বল্পতা থাকবে না। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল নোমান উপস্থিত ছিলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি অফিসার বলেন, আগামী সাত দিনের মধ্যে কৃষকের হাতে সার পৌঁছে দেওয়া সম্ভব। কোন উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজে ফাঁকি দিলে বা অবহেলা করলে তাদের বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিলারদের পক্ষ থেকে জানানো হয়েছে উপজেলায় রাসায়নিক সারের চাহিদার থেকে বরাদ্দ কম থাকায় ডিলার পয়েন্টের সকল সার স্থানীয় কৃষকরা ক্রয় করে নেয়। ফলে প্রতিটা পয়েন্টে রাসায়নিক সারের স্বল্পতা দেখা দেয়।
তবে কিছু কিছু অসাধু ডিলার পয়েন্ট থেকে অন্য উপায়ে অতিরিক্ত টাকার বিনিময় সার বিক্রয় করা হচ্ছে বলে জানান স্থানীয় কৃষকরা। শিমুলিয়া ইউনিয়নের মালিগ্রামের কৃষক নয়ন দাবি করলেন অতিরিক্ত টাকা দিলে ডিলার পয়েন্ট থেকে সকল সার পাওয়া যায়।
এ বিষয়ের খোকসা পৌরসভার ডিলার পয়েন্ট কল্যাণী ট্রেডার্স এর সত্যাধিকারী বিটু জানান, সরকারি রেটের অতিরিক্ত বিক্রয় করার কোন সুযোগ নাই। উপজেলার অনুষ্ঠান ডিলার পয়েন্ট এর সরকারের নির্দেশনা মেনে স্যার বিক্রয় করা নির্দেশনা দেওয়া রয়েছে। বিষয়টি সত্য নয়।
তবে এ বিষয়ে যেটাই বলুক না কেন মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২ শতাধিক কৃষক ন্যায্য মূল্যে সারের দাবিতে বিক্ষোভ মিছিল করে ইউএনও অফিস ঘেরাও করেন। পরে বেলা পনে ৩ টায় কৃষকরা উপজেলা ছেড়ে বাড়ি ফেরেন।