হুমায়ুন কবির, খোকসা : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ার খোকসা উপজেলার পত্রিকার এজেন্সি ইকবাল হোসেন (৬০) কে লাঠি দিয়ে বেধড়প মারপিট করে গুরুতর আহত করেছে পত্রিকার হকার সুলতান হোসেন (৪০) ও ঝন্টু(৫০)।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার সময়।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে প্রতিদিনে দেয় বৃহস্পতিবার সকালে পেপার বিলও করার জন্য গাড়ি থেকে পেপার রিসিভ করেন পত্রিকার এজেন্সি ইকবাল হোসেন। পূর্ব শত্রুতা ও কথা কাটাকাটির এক পর্যায়ে পত্রিকার হকার সুলতান হোসেন লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে এবং তার মাথায় আঘাত করলে মাটিতে লুটে পড়ে পত্রিকায় এজেন্সি ইকবাল হোসেন।
স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে খোকসা হাসপাতালে জরুরী বিভাগে আনলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে মাথাই ১৭ টা সেলাই দেওয়া হয়েছে এবং আশঙ্কা মুক্ত বলে জানান জরুরি বিভাগের ডাক্তার।
প্রত্যক্ষদর্শী হানিফ কাউন্টারের মাস্টার ইয়াকুব আলী জানান একজন প্রতিবন্ধী সংবাদপত্রের এজেন্সি ইকবাল হোসেন সরল সোজা এবং সহজ সরল মানুষ। তাকে পরিকল্পিতভাবে হোক সব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন লাঠি দিয়ে মারপিট করে বেধড়ক মারপিট করে তাকে গুরুতর আহত করেছে। আমি তার বিচার চাচ্ছি এবং আসামি সুলতান কে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, ঘটনা সত্যতা পেয়েছি অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।