কুষ্টিয়া প্রতিনিধি: “সোনালি আঁশেক সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সাবধানে রেখে পাট উৎপাদন কারী চাষীদের সাথে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুন আর রশিদ কুষ্টিয়া জেলা কৃষি পরিচালক ড. হায়াত মাহমুদ ও মূক্ষ পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।
উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা খোকসা ও উপজেলা শাখার মোঃ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭৫ জন প্রসিদ্ধ পাট চাষিদের দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তর কর্তৃক আয়োজিত উক্ত পাট উৎপাদন করে চাষীর প্রশিক্ষণ অনুষ্ঠানে পাট চাষীরা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তৃতারা আরো বলেন সময় মতন পাট বীজ ও সার এবং পরিচর্যার বিভিন্ন কলাকৌশল কৃষকদের বাজেট উপস্থাপন করতে পারলেই উন্নত জাতের পাট উৎপাদন করা সম্ভব। অর্থকারী ফসল পার্ট বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জন করার একমাত্র অবলম্বন বলেও বক্তারা বলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আখতার বলেন, সোনালী আঁশের গৌরব তুলে ধরতে কৃষকরায় পারে পাটের চাষটাকে সুন্দরভাবে পরিচালনা করে দেশকে সমৃদ্ধ করতে। উন্নত ব্রিজ উৎপাদন করতে পারলে উন্নত পাঠ সম্ভব।
আর এইজন্য বিএডিসি কতৃক উন্নত পার্ট বীজ আপনাদের কাছে সরবরাহ করা হয়। আপনারা নিয়ম মোতাবেক পাট চাষী করুন। বৈদেশিক মুদ্রা এনে দেশের সমৃদ্ধি অর্জন করুন।
উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৭৫ জন প্রসিদ্ধ পাট চাষী উপস্থিত ছিলেন।
খোকসায় পাট চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
Leave a comment