জন্মভূমি রিপোর্ট : কুষ্টিয়ার খোকসা পৌরসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার সকাল দশটার সময় পৌর ভবনে মিলনায়তনে পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মাহমুদ বাটু, ওয়াহিদুজ্জামান, পৌর কর্মকর্তা সহ পৌরসভার সকল কাউন্সিলরগণ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে লাল সবুজের এই মানচিত্রের পতাকায় বাংলাদেশ তৈরি হতো না। জাতির পিতা কে যারা হত্যার নীল নকশা করেছিল তারা বুঝতে পেরেছিল জাতির পিতা দৃঢ়তা তার মনবল কতটা অটুট ও দৃঢ় ।জাতির দিকদর্শকতা ও দূরদর্শীতা কারণেই পাকিস্তানি প্রতাত্তারা তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। যার ফলশ্রুতিতে আজকের দিনেই (১০ জুনিয়র) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড দেশে তিনি প্রত্যাবর্তন করেছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে এবং জাতির পিতার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সকল অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও পৌরসভার সকল কর্মকর্তা- কর্মচারী এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
খোকসায় বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
Leave a comment