হুমায়ুন কবির, কুষ্টিয়া : সংস্কৃতিক চর্চার বধ্যভূমিতে পরিণত হোক খোকসা সরকারি কলেজ। আজকের বসন্ত বরণ, পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বলে দেয় মেলবন্ধনের কতটা উচ্ছসিত হলে সাধারণ শিক্ষার্থীরা এভাবে উপচে পড়া ভিড় নিয়ে কলেজ ক্যাম্পাস অবস্থান করে।
বুধবার দিনব্যাপী অনুষ্ঠানের সভাপতি এর বক্তৃতায় প্রফেসর ডঃ মুহাম্মদ আব্দুল লতিফ এ কথা বলেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সরোবর মূর্শেদ।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবা বেগম।
বাংলা বিভাগের শিক্ষকদের সার্বিক সঞ্চালনায় বসন্ত বরণ ও পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধনের পরিণত হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ও পর্যটক নাগরিক কুষ্টিয়ার খোকসা উপজেলায় সাংস্কৃতিকে এমনটা লালন করবে যারা সাধারণ মানুষের কাছে একদিন দর্শন হিসেবে পরিচিত হবে। এরাইতো বাংলা সংস্কৃতির ধারক-বাহক হিসেবে তোমরা হবে উন্নত স্মার্ট বাংলাদেশের সারথি।
উক্ত অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সাধারন জনতা উপস্থিত ছিলেন।