হুমায়ুন কবির, কুষ্টিয়া : "বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনের সমৃদ্ধি" এই প্রতিপাদকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলায় অষ্টম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলার) অংশ হিসাবে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা এর সভাপতি কে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজ্ঞান মেলাকে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক।
দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলায় উপজেলা পর্যায়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ শতাধিক বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা উক্ত মেলায় অংশগ্রহণ করছেন।
সোমবার সকালে উপজেলা মিলনায়তনে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আখতার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভীষণ ২০৪১ এ বাস্তবায়নে ইস্পার্ট বাংলাদেশ গড়ার ধুলো প্রত্যয়ে আজকের ক্ষুদে বিজ্ঞানী প্রায় হবে আগামী দিনের সারথী। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই আজকের ক্ষুদে বিজ্ঞানীদের কে সঠিকভাবে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধালব্ধ জ্ঞান প্রয়োগের মাধ্যমে উন্নত বিশ্বের স্মারতি হিসেবে গড়ে তুলতে হবে।
বিজ্ঞান শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী জীবনশিক্ষায় ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেকটি শিক্ষার্থীরাই আগামীতে দেশ গড়ার নিরাপত্তায় কাজ করবে। আর সে লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা বিজ্ঞান শিক্ষার সকল কারিকুলামে বেশি করে জোর তাগিদ দিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বলেন, সরকারের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড ও সুযোগ-সুবিধা শিক্ষার্থীদেরকে কাছে পৌঁছে দেয়া হচ্ছে তাকে সঠিকভাবে মূল্যায়ন করে প্রত্যেকটি বিজ্ঞান শিক্ষার্থীরা একেকটি উন্নত স্মার্ট বাংলাদেশের রূপকার হিসেবে কাজ করবেন।
দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠানে উপজেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থী শিক্ষক ও শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত