কুষ্টিয়া প্রতিনিধি : তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য কুষ্টিয়ার খোকসায় সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। শনিবার সকাল সোয়া ৯ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুই রাকাত নামাজ আদায় করেন মুসল্লীরা।
ওলামা পরিষদ খোকসা উপজেলা শাখার আয়োজনে শত শত লোকের উপস্থিতিতে ইস্তিসকার নামাজ আদায় করা হয়। নামাজে ইমামতি করেন উপজেলা ওলামা পরিষদের সভাপতি ও হাসপাতাল মসজিদের ঈমান এবং খতিব মাওলানা খলিলুর রহমান।
নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দেশ ও জাতির কল্যাণ করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা তাদের পাপরাশির কথা স্মরণ করে দুই চোখের পানি ফেলায়ে মহান স্রষ্টার দরবারে কান্নায় ভেঙে পড়েন।