
হুমায়ুন কবির, কুষ্টিয়া : গভীর রাতে বিদ্যুতের শর্ট সার্কিটে পুড়ে গেল ১০ ব্যবসায়ের সর্বস্ব। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রাম বাজারে। সোমবার দিবাগত গভীর রাতে বাজারের জিল্লুর জুতার দোকান থেকে বিদ্যুতের শর্ট-সার্কিটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শেখায় পার্শ্ববর্তী রাকিব, ওয়ালিদ, কুদরত, রাসেল, খোকন, মোতালেব, নয়ন, বিল্লাল সহ ১০/১২ টির দোকানে আগুনের ভূষ্মীভূত হয়ে যায়।
খোকসা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, সোমবার রাত বারোটা ১৫ মিনিটের সময় আগুনের সূত্রপাত হয়। সংবাদ শুনে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর রাত আড়াইটার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোপগ্রাম বাজারের প্রায় দশটি দোকান সম্পূর্ণ ভূষ্মীভূত হয়ে যায়।
প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান স্থানীয় সাংবাদিকদের।
এদিকে ব্যবসায়ীরা আগুনে ভূষ্মীভূত হয়ে যাওয়া দশটি দোকানের মালামাল হয়ে দিশেহারা হয়ে পড়েছে। অধিকাংশ ব্যবসায়ীরা বলছিলেন ব্যাংক থেকে এবং এনজিও সংস্থার থেকে লোনের টাকা নিয়ে তারা ব্যবসা করছিলেন। তাদের এখন পথে বসা ছাড়া আর কোন উপায় নেই বলেও হতাশা প্রকাশ করছিলেন।
আগুনে পুড়ে যাওয়া জুতার দোকানদার জিল্লু বললেন, ঈদ উপলক্ষে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার মাল তুলেছিলাম দোকানে লক্ষাধিক টাকার মাল বিক্রি করতে পারলেও বাকি প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল সম্পূর্ণ হয়ে গেছে। বহুজনের টাকাও এখনো শোধ করতে পারি নাই।
এরকম পার্শ্ববর্তী আরও দোকানদাররা একই কথাই বলছিলেন। ব্যাংরিদের টাকা কিভাবে শোধ করব এখন ব্যবসায়ীদের মাথার উপর একটাই চিন্তা। সব হারিয়ে ব্যবসায়ীরা এখন দুশ্চিন্তাগ্রস্ত।