কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলায় পৃথক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করে ১০৫০০ টাকা জরিমানা আদায় করেছে। রবিবার সকালে ভ্রাম্যবান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বিধান কানতে হালদার কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কে খোলা ট্রাকে বালি বহন করায় পরিবেশ দূষণের অভিযোগে রাগ চালক মো: রফিকুল কে ৫০০ টাকা অর্থদণ্ড দেন। পরিবেশ আইন ১৮৬০ এর ১৮৮ ধারায় বালি ট্রাক চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।
আপার মোবাইল কোটে ভ্রাম্যবান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা বড়বাজারে ও বাসস্ট্যান্ডে দুই হোটেল মালিক কে ১০ হাজার টাকা অর্থ দণ্ড দেন। অভিযুক্ত হোটেল পদ্মা সেটার মালিক লিটন সাহা ও খোকসা বাস স্ট্যান্ড এ ফজলু হোটেলের মালিক ফজলুর রহমান। ২০০৯ এর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় এ দন্ড প্রদান করেন।
খোকসায় মোবাইল কোর্টের জরিমানা আদায়
Leave a comment