কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার খোকসা উপজেলার ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের সবুজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বাবুল আখতার।অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জমির স্যার ও উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান।
২০২৪ সালে ঐতিহাসিক ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় থেকে সাধারণ এসএসসি পরীক্ষা দেবে ৫৭ জন এবং কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে হওয়ার জন্য পরীক্ষা দেবেন ৩৬ জন। সর্বমোট এই শিক্ষাপীঠ থেকে ৯৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এবারের এসএসসি ও ভোকেশনালে।
ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সার্বিক সঞ্চালনায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খোকসায় শিক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতা
Leave a comment