হুমায়ুন কবির, কুষ্টিয়া : শেখ রাসেলের প্রতিকৃতিতে প্রশ্নমাল্য অর্পণ, বর্ণাঢ্য রেলি, শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুষ্টিয়ার খোকসা উপজেলায় পালিত হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০ তম জন্মদিন।
উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্য প্রযুক্তি বিষয় অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ সকল অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রিপোন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কানতি হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ ও উপজেলা তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তা বুলবুলি আক্তার।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ সবুজ কুমার সাহা, প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম প্রমুখও।
বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলোম তসর এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মধ্য দিয়ে দিনের কার্যসূচি শুরু হয়।
এ সভাই প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আখতার বলেন, শিশুরা রাসেলের আদর্শে প্রতিফলিত হয়ে আমাদের শিশুদের মাঝে যদি প্রতিফল গড়তে পারি তাহলে অবশ্যই আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আর সেজন্যই আগামী উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান শিক্ষা ও কারিগরি শিক্ষার মনোনিবেশ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।
দেশকে রক্ষায় আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে ভোট বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বক্তৃতাকালে অন্যান্য বক্তারা বলেন, জাতির পিতা কে হত্যা করে দেশ ও জাতির যে সংকট মুহূর্ত নিয়ে আসছিল তা ঘৃণিত ও নির্লজ্জ কাজ ছিল। এর থেকেও ঘৃণিত কাজ ছিল শিশুর রাসেলকে হত্যা করা। আমরা ধিক্কার জানাই এরকম জঘন্যতম হত্যা আর পৃথিবীতে যেন পুনরাবৃত্তি না হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনজ্ঞো সংস্কৃতি অনুষ্ঠান ও স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী এবং শিশু রাসেল ও তার পরিবারের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।