কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার রাজবাড়ী মহাসড়কের খোকসা শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে নসিমন ট্রাক মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক হেলাল উদ্দিন শেখ (৪০) গুরুতর আহত হয়েছে।
আহত হেলাল উদ্দিন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
এসময় ট্রাকের হেল্পার মো: আকরাম হোসেন (২২) আহত হয়। আহত হেল্পার মোঃ আকরাম হোসেন কুষ্টিয়া সদরের জুগীয়া গ্রামের মুরাদ জং এর ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বেলা দেড়টার সময় কুমারখালী থেকে চাল বোঝাই করে নছিমন গাড়িতে করে রাজবাড়ী যাওয়ার পথে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের কুঠিপাড়া নামক স্থানে কুষ্টিয়ার দিকে দ্রুতগামী ট্রাক (বগুড়ায় ট-১১- ০৫৩৬) মুখোমুখি সংঘর্ষে নছিমন চালক হেলাল উদ্দিন আহত হয়। এ সময় ট্রাকের হেল্পার আকরাম ও আহত হয়।
এলাকাবাসী আহত হেলাল উদ্দিনকে উদ্ধার করে খোকসা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে আনেন। আহত নসিমন চালক হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর হওয়াই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা জরুরী বিভাগের ডাক্তাররা।
অপরাহত ট্রাকের হেল্পার আকরাম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঘোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রাখা হয়েছে। তাকে ড্রাইভার মোহাম্মদ আলী হোসেন ট্রাক ছেলে পালিয়ে গেলেও স্থানীয় জনতারা ট্রাকটি আটক করে শিয়ালডাঙ্গী নামক স্থানে রেখে দিয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত