কুষ্টিয়া প্রতিনিধি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকারদলীয় এমপি মনোনীত ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে একমতো বিনিময় সভা করলেন।
শনিবার সকাল ১১ টার সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু ডাক্তারের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে কিভাবে বিজয় করা যায় তার বিভিন্ন কলা কৌশল ও সরকারের উন্নয়নগাঁথা সাধারণ ভোটারদের কাছে কিভাবে প্রচার করে নৌকার ভোট বৃদ্ধি করা যায় সে সকল বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয় নেতাকর্মীদের সাথে।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম বাবলু বন ও পরিবেশ সম্পাদক সাহেব আলী সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অর্থবহ করতে এবং ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনতে বিভিন্ন উৎসাহ ও উদ্দীপনা কিভাবে সরবরাহ করা যায় এবং উৎসবমুখর পরিবেশের নির্বাচনকে আরও অর্থবাহ করতে সকল নেতাকর্মীকে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ।
উল্লেখ্য কুষ্টিয়ার খোকসা উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় দুই শতাধিক নেতাকরবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে তাদের নিজেদের মতামত ব্যক্ত করেন।
পরে এ সকল মতামতের উপর ভিত্তি করে নির্বাচনী বিভিন্ন কলাকৌশল ও নৌকা প্রতীকে ভোট বৃদ্ধির বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নৌকার মনোনীত প্রার্থী ব্যারিস্টার সেলিব আলতাব জর্জ।
খোকসা দলীয় নেতা কর্মীদের সাথে এমপি জর্জ’র মতবিনিময়
Leave a comment