হুমায় কবির, খোকসা, (কুষ্টিয়া) : কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার ময়নাভাবে হোটেলের সামনে ইট ভাঙা মেশিনের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনায় অন্তত চার জন আহত হওয়ার সংবাদ জানা গেছে।
আহতরা হলেন ওসমানপুর ইউনিয়নের খানপুর গ্রামে জিয়ারুল শেখের ছেলের সুনাম (২২), একই গ্রামের সেলিম খানের ছেলে আশিক হোসেন (২৩), মোটরসাইকেল আরোহী খোকসা পৌরসভার কমলাপুর খানপাড়া গ্রামের মেরাজুল শেখ এর ছেলে রবিউস সালাম (৩০) এবং অপর ইটভাঙ্গা শ্রমিক মুন্না শেখ(১৮)। এরা সবাই শ্রমিক বলে জানা গেছে।
মঙ্গলবার সকাল সোয়া ৮টায় খোকসা থেকে পাংশা ইট ভাঙ্গার কাজে রওনা দোয়ার পথে ময়না ভাবির হোটেলের সামনে পৌছাইলে দ্রুতগতিসম্পন্ন একটি বাসকে সাইট দিতে গিয়ে সড়কের পাশে ছিটকে যায় সে সময় পাংশা থেকে আসা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ইট ভাঙ্গা মেশিনের উপর আছড়ে পড়ে। এতে ইট ভাঙ্গা তিন শ্রমিক ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।
স্থানে এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় জরুরী বিভাগের ডাক্তার মাহমুদুল হাসান প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত দুইজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খোকসায় ভর্তি করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত