
কুষ্টিয়া প্রতিনিধি : নারী শিক্ষার অগ্রদূত হিসাবে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান মন্টু নিজ উদ্যোগে ১৯ ৯৯ সালে জুন সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ।
দীর্ঘদিন যাবত অত্র এলাকার উচ্চ শিক্ষায় নারীদের মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় জননেত্রী শেখ হাসিনা ২০১৭-১৮ অর্থবছরের অর্থায়নে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রকৌশলী কুষ্টিয়া সার্বিক তত্ত্বাবধানে সকল সুযোগ সুবিধার সম্মিলিত চারতলা ভবন নির্মাণ করেন। আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজ সহ কুষ্টিয়া জেলার মোট আট টি শিক্ষা প্রতিষ্ঠানের ডিজিটাল ও আধুনিক ভবন উদ্বোধন সহ কুষ্টিয়া মেডিকেল কলেজের আউটডোর এবং গড়াই নদীর উপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গণভবন থেকে ভার্চুয়ালি ভাবে যুক্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে কুষ্টিয়া -৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানের কুষ্টিয়ার নেতৃত্ব দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ এহতেশাম রেজা, পুলিশ সুপারসহ স্থানীয় নেতাগণ।
এদিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে নারী শিক্ষার অগ্রদূত হিসাবে কলেজটির জাতীয়করণের জন্য জোর দাবি জানাই স্থানীয় এলাকাবাসী।