যশোর অফিস : যশোর শহরের খোলাডাঙ্গা গাজীর বাজার এলাকার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সজল হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল ও টিটোর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো গোলাম কিবরিয়া এ আদেশ দেন। কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুল খোলাডাঙ্গার আব্দুল আজিজের ছেলে। অপর আসামি টিটো একই এলাকার মাহাবুর রহমানের ছেলে।
উল্লেখ্য,গত ৪ নভেম্বর রাতে এশার নামাজ পড়তে যাওয়ার সময় পথে খোলাডাঙ্গা সার গোডাউনের পেছনে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আমিনুল ইসলাম সজলকে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আজহারুল ইসলাম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতামা আরও ৪/৫ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন। সম্প্রতি ওই দুই পলাতক আসামি আদালতে আত্মসমর্পণ করে। মামলার তদন্ত কর্মকর্তা তাদের রিমান্ডের আবেদন জানালে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।