বিজ্ঞপ্তি : খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা বলেছেন, নির্বাচন হচ্ছে আস্থা বিষয়। ভোটারদের প্রতি সেই আস্থা সৃষ্টি করতে হবে। আর ভোটাররা এখন ভোট দিতে আস্থা ফিরে পেয়েছে। সেকারনেই তারা সব কিছুকে ছাপিয়ে সংকল্প করেছে ভোট কেন্দ্রে যাওয়ার। তিনি আরো বলেন, আজ সাধারণ ভোটাররা আওয়ামী লীগ তথা শেখ হাসিনার প্রতি আস্থা ফিরে পেয়েছে। সঙ্গত কারনে ভোটাররা ভোট কেন্দ্রে যেয়ে তাদের আমানত পবিত্র ভোট দিয়ে সেই আস্থার বাস্তবায়ন ঘটাবে। তিনি বলেন, ভোটাররা আজ মনে করে শেখ হাসিনার কাছে দেশ, গণতন্ত্র ও সংবিধান সুরক্ষিত। সেই আস্থার জায়গা থেকে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় জনগণ ভোট কেন্দ্রে যেয়ে নৌকায় ভোট দেয়ার সংকল্প করেছে। ইনশাল্লাহ ১২ জুনের নির্বাচনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশ ও জাতির উন্নয়নে পুনরায় কাজ শুরু করবেন।
বুধবার দিনব্যাপী সদর থানার ২৪, ২৭, ২৮ ও ৩০ নং ওয়ার্ডে, সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডে এবং দৌলতপুর থানার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন। এসময়ে বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জেড এ মাহমুদ ডন, মোজাম্মেল হক হাওলাদার, শেখ সৈয়দ আলী, মো. শহীদুল ইসলাম বন্দ, মুক্তিযোদ্ধা শেখ মোশাররফ হোসেন, এস এম আকিল উদ্দিন, দাউদ হায়দার, মো. রফিউদ্দিন আহমেদ, বাবুল সরদার বাদল, মহাসিনুর আফরোজ, দিলীপ রায়, এ্যাড. ফারুক হোসেন, মো. লিটন, আব্দুর রউফ মোড়ল, শেখ ওহিদুজ্জামান, মো. মফিজুর রহমান হিরু, হারুনুর রশীদ, মনিরুল ইসলাম তরফদার, জাফর ইকবাল মিলনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণতন্ত্র ও সংবিধান রক্ষায় জনগণ নৌকায় ভোট দেয়ার সংকল্প করেছে : বাবুল রানা
Leave a comment