“গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন এক অনন্য নেতৃত্ব” — নজরুল ইসলাম মঞ্জু
খুলনা (১৮ জানুয়ারি)
স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রে আপোষহীন নেতৃত্বের প্রতীক—বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন ও মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি ২০২৬) খুলনা ধান চাল বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা ধান চাল বণিক সমিতির সভাপতি মুনির আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন,
“বেগম খালেদা জিয়া ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, যিনি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি জীবনের শেষ সময় পর্যন্ত দৃঢ় অবস্থানে ছিলেন।”
তিনি আরও বলেন, “আজকের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম চলছে, সেখানে বেগম খালেদা জিয়ার আদর্শ ও সাহসিকতা আমাদের সবচেয়ে বড় প্রেরণা। তার নেতৃত্বেই এ দেশে গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির ভিত্তি আরও সুদৃঢ় হয়েছিল।”
সভাপতির বক্তব্যে মুনির আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত