
সুজনের আলোচনা সভায় বক্তারা
বিজ্ঞপ্তি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকার রক্ষায় সমাজে সুজন প্রতিনিধিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাধারণ ও সচেতন মানুষের প্লাটফরম এই সুশাসনের জন্য নাগরিক সুজন আজ দেশে সর্ববৃহৎ নাগরিক সংগঠন। এই প্লাটফরমকে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় এ জন্য পেশার গ্রুপ হিসেবে কাজ করতে হবে। শনিবার বিকেলে সুজন মহানগর ও জেলা কমিটির যৌথ উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
নগরীর শেরে বাংলারোডস্থ সুজন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক বিশিস্ট নাগরিক নেতা এড. কুদরত ই খুদা। সভায় অংশ নেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, মহানগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সুজনের নেতা এসএম সোহরাব হোসেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, এসএক তাছাদুজ্জামান, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আঃ হালিম, শেখ আইনুল হক, এড. মামুনুর রশীদ, খলিলুর রহমান সুমন, সাব্বির খান, আসিফ ইকবাল, রুবিনা আক্তার, বনানী সুলতানা ঝুমুর, ইরিনা আক্তার, সুপ্রিয়া রায়, কামরান হাসান মন্টু প্রমূখ। সভায় আগামী ৩০ সেপ্টেম্বর নগরীর আভা সেন্টারে সুজনের উদ্যোগে রাজনৈতিক দল সমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার লক্ষ্যে বিভাগীয় কর্মশালা করার সিদ্ধান্ত গৃহীত হয়। ওই কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করবে।