ডেস্ক নিউজ : জুলাই-আগস্টে গণহত্যার মামলায় সাবেক ওসি আরশেদসহ তিন পুলিশ সদস্যের তদন্ত আগামী দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সেফ হোমে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি জানান রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ।
এ মামলায় শাহবাগ থানার তৎকালীন ওসি (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল ইমাজ হোসেন প্রামাণিক ও চানখারপুলে শুয়ে-বসে গুলি করে আলোচনায় আসা সুজন হোসেনকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য দুই মাস সময়ের আবেদন করা হয়। ট্রাইবুনাল আবেদন মঞ্জুর করে আগামী ২২ এপ্রিল তদন্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য রেখেছেন।
প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ২ মার্চ আরশাদ হোসেনকে একদিনের এবং ৩ মার্চ ইমাজ হোসেন প্রামাণিককে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
অন্যদিকে বাড্ডা রামপুরা এলাকার এস আই চঞ্চল কুমার সরকারকে প্রসিকিউশন পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইবুনাল আগামী ২৭ ফেব্রুয়ারি একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
প্রসিকিউশনের পক্ষে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, বিএম সুলতান মাহমুদ, শহিদুল ইসলাম সরদার, গাজী এমএইচ তামিম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত