পাইকগাছা অফিস : পাইকগাছায় গদাইপুর ইউনিয়নে পরিষদের উদ্যোগে কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে গদাইপু্র ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিতব্য মেলায় প্যানেল চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মেলায় সম্মানিত অতিথি ছিলেন, অব. সহকারী অধ্যাপক জি এম আজহারুল ইসলাম। বক্তৃতা করেন, ইউপি সদস্য শেখ হারুনুর রশিদ হিরু, মীর আনোয়ার এলাহী, মোবারক হোসেন গাজী, আনিছুর রহমান, শহিদুল ইসলাম, নাজমা বেগম, জাহানারা বেগম, সচিব বেলাল হোসাইন, সাংবাদিক আলাউদ্দীন রাজা। উপস্থিত ছিলেন ঈভলভ এর বিকাশ সরকার, রুমানা খাতুন, শিলা। মেলায় ৭ টি ষ্টোল ছিল। মেলায় ইউনিয়নের ৩ জন কে সেরা কর দাতাকে ক্রেষ্ট প্রদান করা হয়। মেলা শুরু হওয়ার পরিষদের সামনে মেইন সড়কে জলবায়ু ক্ষতিকর প্রভাব মোকাবেলায় আলাদা বাজেট ও তার যথাযথ বাস্তবায়ন এর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।