বটিয়াঘাটা : চলতি এইচএসসি পরীক্ষার ফলাফলে বটিয়াঘাটা উপজেলার গরিয়ারডাঙ্গা আদর্শ মহাবিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা ও পাঠদানে সময়োপযোগী পদক্ষেপের কারনে এ সাফল্যে আসতে পেরেছেন বলে মনে করছেন শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী। এবার সাধারণ বিভাগে ৬৩ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ১৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং সকলেই কৃতকার্য হয়। অপরদিকে কারিগরি শাখায় ২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ২ জন জিপিএ-৫ পেয়ে সকলেই কৃতকার্য হয়। মহাবিদ্যালয়ের এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিবাবক ও এলাকাবাসীর মাঝে আনন্দের উচ্ছ্বাস বইছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত