
জন্মভূমি রিপোর্ট : নগরীর গল্লামারী থেকে চুরি হওয়া ইজিবাইক চার দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। গত ৪ আগস্ট রাত পৌনে ৯টায় ইজিবাইকটি চুরি হয়। সূত্র জানিয়েছেন, লবণচরা থানাধিন রশ্নিবাগ এলাকার মো. ফরিদুল ইসলামের একটি ইজিবাইক আব্দুল্লাহ আল মামুন নামের এক যুবক ভাড়ায় চালাতো। গত ৪ আগস্ট শুক্রবার রাত পৌনে ৯টায় গল্লামারী ইনসান সুপার মর্কেটের সামনে রেখে বাজার করতে যায় গাড়ি চালক। মাত্র ১০ মিনিট পর রাত ৮টা ৫৫ মিনিটে এসে দেখে তার ইজিবাইকটি নেই। মাত্র ১০ মিনিটেই গাড়িটি হাওয়া হয়ে যায়। এ ঘটনায় ওই রাতেই ইজিবাইকের মালিক মো. ফরিদুল ইসলাম বাদি হয়ে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়রী করেন।