বিজ্ঞপ্তি : শ্রী-শ্রী শিব চতুর্দ্দশী উপলক্ষে খুলনা নগরীর গল্লামারী মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরে শিবলিঙ্গ স্থাপন ও শিব মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান শনিবার বিকেল ৪টায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ রায়ের সভাপতিত্বে ও সজীব রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিবলিঙ্গ স্থাপন ও শিব মন্দিরের ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও মহানগরের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। শিবলিঙ্গ প্রদান করেন সমাজসেবক ও ধর্মানুরাগী নারায়ণ চন্দ্র বিশ্বাস ও ত্রিশূল প্রদান করেন সঞ্জয় রায়। এ সময়ে বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সোনাডাঙ্গা থানার সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার, হিন্দু বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সোনাডাঙ্গা থানা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণেশ মণ্ডল, কিশোর বৈরাগী, সঞ্জয় বিশ্বাস, বাদল দে, অলোক দে, রবীন দাস, নারায়ণ দাস, অম্লান সরকার, হরষিৎ মণ্ডল, মিঠুন দে, চিরঞ্জিত রায়, তারক রায়, প্রীতম বৈরাগী, মৃণ¥¥য় বিশ্বাস, বিশ্বনাথ বিশ্বাস, অমিত দাস, কুশল বিশ্বাস, অপূর্ব বৈদ্য, কৃষ্ণ অধিকারী, বিশু রায়, পঙ্কজ গোলদার, অমিত রায়, তন্ময় বিশ্বাস, সজল বিশ্বাস, নন্দিতা বিশ্বাস, মল্লিকা বিশ্বাস, লাবণী রায়, মণীষা বিশ্বাস প্রমুখ। পরিশেষে মন্দিরের সভাপতি দুলাল চন্দ্র রায়ের স্ত্রী ও শিবলিঙ্গ প্রদানকারী নারায়ণ চন্দ্র বিশ্বাসের স্ত্রী এবং জানা-অজানা অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা করে প্রার্থনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত দিপক রায়।