মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দনপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুবেল হোসেন (২৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। রুবেল গাংনী পৌর এলাকার বাঁশবাড়িয়া গ্রামের গোরস্থানপাড়ার জেল হকের ছেলে। নিত্যানন্দনপুর গ্রামে তিনি একটি বাড়িতে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, নিত্যনন্দনপুরের পণ্ডিত মণ্ডলের ছেলে ন্যাড়া মণ্ডলের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন রুবেল। কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত