
জন্মভূমি ডেস্ক : মেহেরপুরের গাংনীতে এক ব্যবসায়ীর মুদি দোকানের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের দয়েরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী তেঁতুলবাড়ীয়া গ্রামের দয়েরপাড়ার আশরাফুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে গিয়ে শার্টারের সঙ্গে নেটের ব্যাগে ঝোলানো দুটি বোমাসদৃশ বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক আশরাফুল ইসলাম। বোমার রাখার খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝেও আতঙ্ক দেখা দেয়। পরে পুলিশ এসে তা উদ্ধার করে।
তবে কি কারণে কারা এই বোমা সদৃশ্য বস্তু রেখে আতঙ্ক ছড়িয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না দোকান মালিক আশরাফুল ইসলাম।
তিনি বলেন, আমার সঙ্গে কারও কোন বিরোধ নেই। কেউ চাঁদা দাবিও করেনি। আতঙ্ক ছড়ানোর জন্য দুবৃত্তরা এটা করতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
গাংনী থানার ওসি বানি ইসরাইল জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে রহস্য উদঘাটন করা হবে।