ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা উত্তরপাড়া এলাকায় মৎস্য ঘেরের আইলে এক কৃষকের ৭০০ ফলন্ত টমেটো গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
খবর পেয়ে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ক্ষতিগ্রস্থ কৃষকদের কেটে দেওয়া ফলন্ত টমেটো গাছ পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন সহ অন্যন্য কর্মকর্তারা।
উপজেলার কামটা উত্তরপাড়ার ক্ষত্রিগ্রস্থ কৃষক মো. উজির শেখ জানান, তিনি ২৮ কাঠা জমি লিজ নিয়ে ঘেরের আইলে অনেক কষ্ট করে প্রায় এক হাজার টমেটো গাছ রোপন করেন। এতে তার অনেক টাকা খরচ হয়েছে। গাছে গাছে ভাল ফলন ধরে। এসব গাছ থেকে থেকে প্রায় ২লক্ষাধিক টাকার টমেটো বিক্রি করতে পারতেন বলে জানান।
তিনি আরো বলেন, আমি একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ আমাকে একদম শেষ করে দিয়ে গেল। কে বা কারা কেন কেটেছে এমন প্রশ্নের জবাবে উজির শেখ বলেন, এই টমেটোই আমার সব। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এসে দেখি সব গাছ কাটা। কে বাবা করা কাটছে জানি না। আমাকে আর্থিকভাবে শেষ করে দেওয়ার জন্যই এই কাজ করেছে তারা।
নলধা মৌভোগ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক একজন কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করার ফলে জমিতে ফসল ফলে। সেই ফসল নষ্ট হয়ে গেলে কতটা কষ্ট লাগে তা ক্ষতিগ্রস্থ কৃষকরাই জানেন। প্রতিটি টমেটো গাছে আড়াই থেকে তিন কেজি টমেটো ধরেছিল। যা বিক্রি করে ওই কৃষক অনেক লাভবান হতেন বলে জানান এ কর্মকর্তা।
ফকিরহাট উপজেলা কৃষি কমকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকের টমেটো গাছ পরিদর্শন করা হয়েছে। ওই কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। ইতিমধ্যে তাকে সবচি বীজ ও সার দেওয়া হয়েছে। আগামীতে তাকে কৃষি কাজের জন্য সকল প্রকার সহযোগিতা করা হবে বলে জানান।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, একজন কৃষকের টমেটো গাছ কাটার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
গাছের সাথে এ কেমন শত্রুতা ?
Leave a comment