
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৮ মে) দিনগত রাত ২টার দিকে গাজার বিভিন্ন অংশে আবাসিক ভবনে লক্ষ্য করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় ১২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
ফিলিস্তিনের দাবি, দেশটির আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইসলামী জিহাদ আন্দোলনের তিন সদস্যসহ নয়জন সাধারণ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
ইসলামিক জিহাদ আন্দোলন জানিয়েছে, তাদের ৩ নেতা বিমান হামলায় নিহত হয়েছেন। তারা হলেন- জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক ইজ আল-দীন।
অন্যদিকে, ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের সদস্যদের লক্ষ্যে করে চালালো হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
সম্প্রতি ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি এক বন্দির মৃত্যুর পর উভয়পক্ষের মধ্যে হামলা চলছে। ইসরায়েলের ভূ-খণ্ডের দিকে রকেট ছোড়ার পরে ফিলিস্তিনে পাল্টা আক্রমণ চালাচ্ছে দেশটি।

