
শরণখোলা আঞ্চলিক অফিস : ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলীদের নারকিয় গণহত্যার প্রতিবাদে শরণখোলায় জামায়াতে ইসলামী ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার আছর নামাজ বাদ বাংলাদেশ জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা শাখার ব্যানারে রায়েন্দা বাজার বড় মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে পাঁচরাস্তা মোড়ে পথসভা করে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ রফিকুল ইসলাম কবীর, নায়েবে আমীর ডাঃ ফজলুর রহমান, উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ মোস্তফা আমীন,সহ-সেক্রেটারী সহকারী অধ্যাপক কামরুল ইসলাম মোল্লা, ইসলামী ছাত্র শিবির শরণখোলা উপজেলা শাখা সভাপতি হাফেজ আবু নাঈম প্রমূখ। বক্তরা অবিলম্বে গাজায় ইসরাইলীদের গণহত্যা বন্ধসহ মুসলিম দেশসমূহকে ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।
অপরদিকে, সোমবার সকালে ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরাইলীদের নারকিয় গণহত্যার প্রতিবাদে শরণখোলায় সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রায়েন্দা বাজার পাঁচরাস্তা মোড় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে উপজেলা রায়েন্দা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে পথসভা করে। পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারী মাওলানা মুসা সাইফী, মাসুম বিল্লাহ আরেফি, মাওলানা এইচ এম ইসমাইল হোসেন, মাওলানা ওবায়েদুর রহমান আরেফি, হাফেজ মোঃ এনামুল হাসান ও মোঃ ইয়ামিন প্রমূখ। বক্তরা অবিলম্বে গাজায় ইসরাইলীদের গণহত্যা বন্ধসহ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবী জানিয়েছেন।