জন্মভূমি ডেস্ক : ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডিং অফিসার মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান বলেছেন, আমরা এখন গাজা সিটির প্রাণকেন্দ্রে অবস্থান করছি।
এখানে হামাসের সঙ্গে তুমুল লড়াই চলছে।কয়েক দশকের মধ্যে এই প্রথম আইডিএফ গাজা সিটির প্রাণকেন্দ্রে গিয়ে হামাসের সঙ্গে লড়ছে।খবর বিবিসির। ইসরায়েলের দাবি, তাদের সেনারা গাজার অনেক ভেতরে ঢুকে পড়ছে। সেখানকার অধিবাসীরা বলছেন, গাজার শহরাঞ্চলের প্রাণকেন্দ্রে হামলা চালাতে শহরতলিতে অবস্থান নিয়ে আছে ইসরায়েলি ট্যাংক। আইডিএফের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের কমান্ডিং অফিসার মঙ্গলবার গাজা সীমান্তের কাছে সাংবাদিকদের বলেছেন, কয়েক দশকের মধ্যে এই প্রথম আইডিএফ গাজা সিটির প্রাণকেন্দ্রে ঢুকে হামাসের সুরঙ্গ খুঁজছে।
প্রতিদিন, প্রতি ঘণ্টায় ইসরায়েলি বাহিনী ‘জঙ্গি’ হত্যা করছে, টানেলগুলো খুঁজে বের করছে, অস্ত্র ধ্বংস করছে এবং শত্রুর অবস্থানের দিকে এগিয়ে চলেছে।
ইসরায়েল এর আগে বলেছিল, তারা গাজা সিটি ঘিরে ফেলেছে। শিগগিরই হামাস যোদ্ধাদের নির্মূল করতে তারা সেখানে হামলা চালাবে।
গাজায় হামাসের সামরিক শাখা আল-বাশেম ব্রিগেড বলেছে, লড়াইয়ে তাদের যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে যুদ্ধক্ষেত্রে ইসরায়েল এবং হামাস কোনও পক্ষের দাবিই নিরপেক্ষ সূত্রে যাচাই করা সম্ভব হয়নি।