By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত
আন্তর্জাতিক

গাজা গণহত্যায় অস্ত্র-অর্থ দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে আরব আমিরাত

Last updated: 2026/01/14 at 2:57 PM
জন্মভূমি ডেস্ক 24 hours ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : এমিরেটলিকস নামের এক অনুসন্ধানী প্ল্যাটফর্মের হাতে আসা ফাঁস হওয়া নথিতে দেখা গেছে, গাজায় চলমান যুদ্ধের পুরো সময়জুড়ে ইসরায়েলকে সরাসরি সামরিক, গোয়েন্দা ও লজিস্টিক সহায়তা দিতে লোহিত সাগর এলাকায় নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের প্রস্তাব দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকার। মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম দ্য ক্রেডলের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নথিটি ২০২৩ সালের অক্টোবর মাসের। এটি ইউএই সশস্ত্র বাহিনীর জয়েন্ট অপারেশনস কমান্ডের উদ্দেশে লেখা। নথিটির লেখক ছিলেন হামদান বিন জায়েদ আল-নাহিয়ান। তিনি আল-দাফরা অঞ্চলের প্রতিনিধি এবং ইউএই রেড ক্রিসেন্ট অথরিটির চেয়ারম্যান।
নথির শুরুতেই বলা হয়, ‘৭ অক্টোবরের সন্ত্রাসী…হামলার পরিপ্রেক্ষিতে, বোনপ্রতিম রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে এই হামলা এবং দুই দেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তির ভিত্তিতে…এবং দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের সামরিক ঘাঁটির মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে সহায়তা করার জন্য ইউএই জয়েন্ট অপারেশনস কমান্ডের দেওয়া নির্দেশ বাস্তবায়নের অংশ হিসেবে—ইয়েমেনের পশ্চিম উপকূলে আল-মোখা, পাশাপাশি ইরিত্রিয়ার মাসাওয়া ও আসাব এবং সোমালিয়ায় অবস্থিত আমাদের ঘাঁটিগুলো থেকে—দ্রুত প্রস্তুতি ও কার্যকর সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।’
নথিতে আরও লেখা আছে, ‘বিশেষ করে ইয়েমেনে অবস্থিত দক্ষিণ লোহিত সাগরের সামরিক ঘাঁটিগুলোকে ইসরায়েল রাষ্ট্রকে সহায়তার জন্য প্রয়োজনীয় সবকিছু দিয়ে সজ্জিত করা হয়েছে।’ নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, ফিলিস্তিনে যাদের ‘সন্ত্রাসী’ বলা হয়েছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলকে শক্তিশালী করার জন্য ইউএইকে ভূমিকা রাখতে হবে। এই সহায়তা চলবে ‘যতক্ষণ না সন্ত্রাসীরা পরাজিত হয়।’
ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়, দুই দেশের মধ্যে ‘সামাজিক সংহতি’ জোরদার করতে তথাকথিত ‘কমিউনিটি ইনিশিয়েটিভ’ বা সামাজিক উদ্যোগ অব্যাহত রাখতে হবে। এতে ‘সন্ত্রাসবিরোধী কার্যক্রম, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং সামরিক প্রযুক্তি’ ক্ষেত্রে ‘ঘনিষ্ঠ, সমন্বিত ও সমন্বয়পূর্ণ’ সহযোগিতার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নিশ্চিত করা হয়, ইসরায়েলকে এক বিলিয়ন ডলার মূল্যের গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করা হবে।
নথিটিতে হামাসকে সমর্থন দেওয়ার অভিযোগ তুলে কাতারের কঠোর সমালোচনা করা হয়। একই সঙ্গে কুয়েতের বিরুদ্ধেও অভিযোগ আনা হয় যে তারা ‘কাতারের পাশে দাঁড়িয়ে ফিলিস্তিনে যুদ্ধরত গোষ্ঠীগুলোকে বিপুল আর্থিক সহায়তা দিচ্ছে।’ নথিতে এটিকে ‘আমাদের রাষ্ট্রের নীতির সঙ্গে এবং আমাদের রাষ্ট্র ও কুয়েতের মধ্যকার চুক্তির সঙ্গে স্পষ্ট সাংঘর্ষিক’ বলে উল্লেখ করা হয়।
নথিতে আরও বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্রের সঙ্গে আমাদের পূর্ববর্তী সম্পর্কের বহু উদাহরণ রয়েছে, যা আমাদের ওপর তাদের সঙ্গে সহযোগিতা করার এবং সংকট ও সমৃদ্ধি—উভয় সময়েই তাদের পাশে দাঁড়ানোর বাধ্যবাধকতা আরোপ করে। সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক, কূটনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক রয়েছে। ২০২০ সালের ঐতিহাসিক চুক্তির পর থেকে এই সম্পর্ক আরও গভীর হয়েছে।’
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত আব্রাহাম চুক্তির মাধ্যমে ইউএই আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এরপর থেকে ওয়াশিংটন ও তেল আবিব সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলোকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে।
২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন যুদ্ধ শুরুর পরবর্তী বছরগুলোতে, ইসরায়েলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ইউএই সেনাবাহিনী ইয়েমেনের বিভিন্ন বন্দর, দ্বীপ ও নৌপথে ব্যাপক দখলদারিত্ব কায়েম করে। ইউএই সোমালিয়ার উপকূলবর্তী এলাকাতেও সামরিক ঘাঁটি স্থাপন করেছে। গাজায় ‘গণহত্যা’ শুরু হওয়ার পর থেকে আবুধাবি, যা বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় আরব বাণিজ্যিক অংশীদার, তেল আবিবের সঙ্গে কৌশলগত সামরিক সম্পর্ক বজায় রেখেছে এবং আরও জোরদার করেছে।
২০২৪ সালে বলকান ইনসাইট প্রকাশ করে, ইউএই-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ইউগোইমপোর্ট-এসডিপিআর সামরিক বিমানের মাধ্যমে ইসরায়েলে ১ কোটি ৭১ লাখ ডলারের অস্ত্র রপ্তানি করেছে। এই অস্ত্রগুলো সরাসরি গাজায় চলমান গণহত্যামূলক যুদ্ধে ব্যবহৃত হয়েছে।
এ ছাড়া আমিরাতি কোম্পানিগুলো সাবেক মোসাদ প্রধানের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এক্সএম সাইবারের সঙ্গে চুক্তি করেছে জাতীয় জ্বালানি অবকাঠামো সুরক্ষার জন্য। এক্সএম সাইবার, রাফালসহ ইসরায়েলের অন্যান্য শীর্ষ সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করে। এই কনসোর্টিয়াম উপসাগরীয় অঞ্চলের সংবেদনশীল বাজার, বিশেষ করে তেল, জ্বালানি ও ডেটা খাত—টার্গেট করে কাজ করছে।
এদিকে ইউএই-এর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা জায়ান্ট এজ ইসরায়েলের শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর শেয়ার ধারণ করে। এর মধ্যে রয়েছে রাফাল এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)।

জন্মভূমি ডেস্ক January 14, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরীয়তপুরে বিস্ফোরণ: আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে ৩
Next Article চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

দিনপঞ্জি

January 2026
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Dec    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বরিশাল

দশমিনায় ফসল উৎপন্নের মাধ্যমে কৃষির চিত্র পাল্টে যাচ্ছে

By জন্মভূমি ডেস্ক 16 minutes ago
খুলনা

ডুমুরিয়ার সাত হাত লম্বা কচু দেশ পেরিয়ে যাচ্ছে কোরিয়ায়

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
খুলনা

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার পুনঃতদন্ত দাবি কেইউজের

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ১৫০

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
আন্তর্জাতিক

চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

By জন্মভূমি ডেস্ক 24 hours ago
আন্তর্জাতিক

ইরান বিক্ষোভকারীদের ফাঁসি দিলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের

By জন্মভূমি ডেস্ক 24 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?