জন্মভূমি ডেস্ক : গাজীপুরের ধীরাশ্রমের ভারারুল এলাকায় একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও ছয়জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শ্রমিকের নাম লিখন মিয়া (২৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।
আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রমের ভারারুল এলাকায় ইন্টেলিজেন্ট কার্ড লিমিটেড কারখানায় দুপুরে একটি লেমিনেশন মেশিন বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় বিস্ফোরণে সৃষ্ট আগুনে ঘটনাস্থলে লিখন মিয়া অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ছয়জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, কারখানায় মেশিন বিস্ফোরণে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত