সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার সুন্দরবন উপকুলীয় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক এক মহাড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড ইন প্রকল্পের অধীনে এবং সিপিপি’র কারিগরি সহযোগিতায় গাবুরা ইউনিয়নের গোপাল লক্ষ্মী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ১৫০০ গ্রামবাসীর উপস্থিতিতে দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক একটি মাঠ মহড়া প্রদর্শিত হয়।
উক্ত মাঠ মহড়ায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম শফিউল আযম লেনিন। প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শরিফুল্লাহ কায়সার সুমন, আমেনা বিলকিস ময়না, গাবুরা ইউপি প্যানেল চেয়ারম্যান এস এম রবিউল ইসলাম, ইয়াসিনুর রহমান লিংকন, ইউপি সদস্য মোঃ শহীদুল গাজী, ইউপি সদস্য ইমাম হাসান, মহিলা ইউপি সদস্য মোছা: সাবিনা ইয়াসমিন, মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন প্রমুখ। সহায়ক হিসাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলার ঘূর্ণীঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক মুন্সী নুর মোহাম্মদ, সিপিপির উপজেলা টীম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। জলবায়ু পরিবর্তন আমরা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারব না। জলবায়ু পরিবর্তনের ফলে দুর্যোগ পূর্বের চেয়ে বাড়ছে। আমরা এই দুর্যোগ এর ক্ষয়ক্ষতি কমাতে পারি। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে কমিয়ে আনা সম্ভব হয় তার জন্য মানুষকে সচেতন করতে আজ এই মাঠ মহড়া।
বক্তারা আরও বলেন, দুর্যোগ উপকূলে সবচেয়ে বেশি আঘাত হানে। এজন্য উপকূলের মানুষকে আরও বেশি সচেতন করা প্রয়োজন। দুর্যোগের প্রস্তুতি, উদ্ধার ও পুনরুদ্ধার বিষয়ক মাঠ মহড়া আয়োজন করার জন্য সিসিডিবি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্থানীয় গ্রামবাসী।