জন্মভূমি ডেস্ক : গিলাতলা দক্ষিনপাড়া থেকে ৫ শ” গ্রাম গাজা সহ মোঃ আলমগীর কাজী (৪৩) নামে একাধিক মাদক মামলার ১ আসামিকে আটক করেছে পুলিশ।বুধবার বেলা ২ টার সময় গিলাতলা দক্ষিনপাড়া মহসেন জুটমিল প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে ৫ শ” গ্রাম গাজা উদ্ধার করে। আটককৃত মাদক ব্যবসায়ি দিঘলিয়া এম এ মজিদ কলেজ সংলগ্ন মৃত দেলোয়ার কাজীর পুত্র । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই অয়ন তীর্থ পাইক , এ এস আই তুহিন মিয়া , মোঃ শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত আসামী দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা করে আসছে তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত