খানজাহানআলী থানা প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানার অঁরা-গিলাতলা ইউনিয়নের গিলাতলা ৫নয় ওয়ার্ডের গোলাম নগর এলাকার বাসিন্দা ডা. মো: রশিদের ভাড়াটিয়া শাহীন মোড়লের স্ত্রী বেবি বেগম (৪৫) বুধবার বেলা ৩টার দিকে বাড়ির ছাদে কাপড় নাড়তে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বেবি বেগম ২ সন্তানের জননী ছিলেন। তার গ্রামের বাড়ি যোগিপোল বাদামতলা। খানজাহান আলী থানার ওসি মো: কামাল হোসেন খান জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।