খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর খানজাহান আলী থানার দক্ষিণ গিলাতলায় এক সন্তানের জননীকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ব্লাক মেইল করে কয়েক দফায় ধর্ষণের অভিযোগের আদালতে মামলা দায়েরের পর এবার মামলার বাদী ও তার স্বামীকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী বুধবার এ ঘটনায় খানজাহান আলী থানায় সাধারণ ডায়েরী করেছেন।
থানায় দায়েরকৃত সাধারন ডায়েরী সূত্রে জানা যায় খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন ভুক্তভোগি নারী। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। এদিকে ব্লাক মেইল করে কয়েক দফা ধর্ষণের ঘটনা জানাজানির পর অভিযুক্ত ধর্ষক মো. দেলোয়ার হোসেন (৩৫) বিরুদ্ধে নারী ঘটিত নানা অপকর্ম বেরিয়ে আসতে শুরু করেছে। দক্ষিণ গিলাতলার মো. ইউসুফ আলীর পুত্র মো. দেলোয়ার হোসেন (৩৫) একই এলাকার এক সন্তানের জননীকে দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। কু-প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে গত ২৪ মার্চ সকাল ১০টায় তার বাড়ির সামনে থেকে জোরপূর্বক তুলে নিয়ে দেলোয়ারের তত্ত্বাবধানে থাকা গফফার ফুড মোড়ের রেজাউল মেম্বরের ১৬ রুমে তার রঙ্গমহলে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত দেলোয়ার ধর্ষণের ভিডিও ধারণ করে ঐ তরুণীকে ব্লাক মেইল করে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কুয়াকাটাসহ বিভিন্নস্থানে নিয়ে কয়েক দফা ধর্ষণ করে। অভিযুক্ত ধর্ষণকারী মো. দেলোয়ারের বিরুদ্ধে খুলনা-৩, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অভিযোগ দাখিল করে (যার নং ৯০/২৩, তাং-৩১/৫/২৩)। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিয়েছে। এ বিষয়ে আদালত কর্তৃক মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত পিবিআই’র কর্মকর্তা কাজী মোস্তাক আহমেদ (পি.পি এম) বলেন, তদন্তের অনেক অগ্রগতি হয়েছে, যেহেতু তদন্ত চলছে তাই সুষ্ঠ তদন্তের স্বার্থে তিনি কিছু বলতে অপারগতা প্রকাশ করেন। অতিদ্রুত আদালতে তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে নারী প্রতারক ভন্ড মো. দেলোয়ারের বিরুদ্ধে দ্রুত সঠিক তদন্তপূর্বক কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারটি। এছাড়া আগামী ৬ আগস্ট সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধর্ষক দেলোয়ার হোসেনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করবে অসহায় নারী উন্নয়ন সংস্থা।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত