ফুলবাড়ীগেট প্রতিনিধি
ওব্যাট হেল্পার্স খুলনার উদ্যেগে ওব্যাট টিউটোরিয়াল সেন্টার, ওব্যাট মাদরাসা ও ওব্যাট প্রি ক্যাডেট স্কুলের ২ শাতাধিক শিক্ষার্থীদের মাঝে পবিত্র মাহে রমজান এর উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান রোববার সকাল ১০ টায় গিলাতলা ২ নং কলোনিতে অনুষ্ঠিত হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল আটা, তেল, চিনি, চাল, দুধ, সিমাই ইত্যাদি। এ সময় উপস্থিত ছিলেন ওব্যাট টিউটোরিয়াল সেন্টারের ইনচার্জ মো:রানা হোসেন, ওব্যাট হেল্পার্স খুলনার একাউন্টিং মো: জাভেদ পারভেজ, ওব্যাট থিংক ট্যাংক সুন্দরবন গিলাতলার সভাপতি মো: শান্ত হোসেন সহ সকল শিক্ষক ও থিংক ট্যাংক সদস্য গন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত