জন্মভূমি ডেস্ক : ডেঙ্গু প্রাদুর্ভাবের মুখে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালা সরকার গত বৃহস্পতিবার জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
দেশটিতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ২২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রান্সিসকো কোমা বলেছেন, জরুরি অবস্থা তিন মাসের জন্য কার্যকর থাকবে এবং এই রোগ বহনকারী মশা নির্মূল করার জন্য ব্যাপক পদক্ষেপ নেবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই বছর এই পর্যন্ত ১২ হাজার ২০০ জনের বেশি লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এই সংখ্যা ২০২২ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি ।
নাগরিক সুরক্ষা কর্মকর্তা ওয়াল্টার মনরয় বলেছেন, বর্ষাকাল আসার সঙ্গে সঙ্গে মশার বংশবৃদ্ধির জন্য আরও বেশি পানি জমে থাকবে।
তিনি জরুরি অবস্থা সম্পর্কে বলেন, ‘এই জরুরি পদক্ষেপের গুরুত্ব এবং এই আন্তঃসংস্থা সমন্বয় হল বর্তমান আক্রান্তের সংখ্যা বাড়তে না দেওয়া।’
গুয়েতেমালায় ২০১৯ সালে সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু আক্রান্ত হওয়ার রেকর্ড করেছে, যার সংখ্যা ৫০ হাজারেরও বেশি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত