জন্মভূমি ডেস্ক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মির্জা আজম (৩৬) নামে আরও এক যুবক মারা গেছেন। শনিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়াল।
শনিবার ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আজম রাজধানীর মগবাজার মধুবাগ এলাকায় থাকতেন। তিনি বাংলাদেশ স্যানিটারি এন্টারপ্রাইজ নামের একটি দোকানে চাকরি করতেন।
ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘মির্জা আজমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ ছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।’
গত মঙ্গলবার সিদ্দিকবাজারের একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত