বিনোদন ডেস্ক
পপ তারকা লেডি গাগার এক কর্মচারীকে গুলি করে ছিনতাইকারী দুইটি ফরাসি বুলডগ নিয়ে পালিয়েছে। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে বুধবার রাতে হলিউডে সন্দেহভাজন ছিনতাইকারী আধা-স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে গাগার কুকুরপালক রায়ান ফিশারকে গুলি করে কোজি ও গুস্তাভ নামের কুকুরদুটি নিয়ে যায়। আহত রায়ানকে হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা কেমন তা জানা যায়নি।
ছিনতাইয়ের সময় মিস এশিয়া নামে গাগার আরেকটি বুলডগ পালিয়ে গিয়েছিল; পরে পুলিশ তাকে উদ্ধার করেছে। লেডি গাগা নামে পরিচিত হলেও মার্কিন এ পপ তারকার আসল নাম স্টেফানি গেরমানোত্তা। তিনি এখন রোমে রিডলি স্কটের গুচ্চি চলচ্চিত্রে কাজ করছেন।
কুকুর ছিনতাইয়ের পর গুস্তাভ ও কোজিকে ফিরে পেতে ৫ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছেন তিনি। ছিনতাই হওয়া কুকুরগুলো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড ও ২০১৭ সালে সুপার বোল হাফটাইম শোতে গাগার সঙ্গী ছিল। মিস এশিয়া নামের কুকুরটির এমনকি একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে।