
বুলবুল আলম গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ স্বচ্ছতা’য় আজ রবিবার বেলা সাড়ে ১১ টায় আয়োজিত মাসিক এ সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী মাহবুবুল আলম।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা পুলিশ সুপার আলবেলি আফিফা, বিপিএম পিপিএম,গোপালগঞ্জ সদর পৌর মেয়র শেখ রকিব হোসে, গোপালগঞ্জ সদর নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান জেল সুপার আল মামুন সহ জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন