
বুলবুল আলম, গোপালগঞ্জ : গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটারা। সকাল আটটার দিকে ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে মহিলা ভোটারদের সংখ্যা ছিল চোখে পড়ার মত। সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি আরো বাড়তে থাকে। সকাল ১১ টায় গোপালগঞ্জ শহরের মডেল স্কুল কেন্দ্রে ভোট দেন গোপালগঞ্জের২ আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী শেখ ফজলুল করিম সেলিম। এ সময় ভোট দেন যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।দুপুরে গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের ৪০ নং লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোট দেন গোপালগঞ্জ ২ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মনোনীত প্রার্থী মো: ফুল মিয়া মোল্লা।
এদিকে প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি ছিলো সন্তোষজনক।
গোপালগঞ্জের সদর উপজেলায় ভোট কেন্দ্রগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৪’শ ১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।