
বুলবুল আলম গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপজেলার এ কে এম ছরোয়ারজান বিশ্বাস কলেজের ২০২৩/২০২৪ ওরিয়েন্টেশন প্রেগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল ১১ টার দিকে প্রথমে ছাত্র/ ছাত্রীদের ফুল দিয়ে বরন করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী বিশ্বাস এর সভাপতিত্বে কলেজের হল রুমে একাদশ শ্রেনীর ছাত্র/ ছাত্রীদের নিয়ে এই প্রগ্রাম অনুস্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুবাই এ নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ও কলেজের চেয়ারম্যান বি এম জামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন,
প্রেসক্লাব গোপালগঞ্জ সহ- সভাপতি মোঃ বুলবুল আলম বুলু, সাংবাদিক মনির মোল্যা , সাংবাদিিক পলাশ শিকদার, সাংবাদিক শহিদুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা, মোঃ ইলিয়াস হোসেন শেখ,শুকতাইল ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির তনু মিয়াসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।
এ সময় প্রধান অতিথি বি এম জামাল হোসেন উপস্থিত অনুষ্ঠানের সবাইকে শুভকামনা জানিয়ে কলেজের ছাত্র/ ছাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং মেধাবী ছাত্র ও ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।